×

খেলা

আজীবন বার্সেলোনায় থাকছেন ইনিয়েস্তা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১১:২৪ পিএম

বার্সালোনার সঙ্গে আজীবন চুক্তি করল আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেনের প্রফেশনাল ফুটবল তারকা আন্দ্রেস ইনিয়েস্তা, যিনি বার্সালোনা ফুটবল ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন, তিনি ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত তার ক্লাব বার্সালোনার হয়ে খেলার জন্য বার্সালোনার সঙ্গে আজীবন চুক্তি করলেন।  স্পেন দলের এবং বার্সালোনা ক্লাবের মধ্য মাঠের প্রধান খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা ক্যারিয়ারের প্রথম থেকেই বার্সালোনা ক্লাবের হয়ে খেলে আসছেন। খেলার মাঠে অভিজ্ঞতার কমতি না থাকায় বার্সা ক্লাব কর্তৃপক্ষ তার হাতে দল পরিচালনা করার দায়িত্ব দেয়। তিনি খেলার মাঠে দলকে তার সর্বোচ্চটা দেন এবং নিজের সর্বোচ্চটা দেয়ার জন্যই  শুক্রবার ক্লাবের নু স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বার্সালোনা ক্লাবের হয়ে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত খেলতে ‘আজীবন চুক্তি’ করেন। এ সময় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বার্সালোনা ক্লাবের প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তামেউ। [caption id="attachment_1278" align="aligncenter" width="1300"] বল নিয়ে এগিয়ে যাচ্ছেন মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা[/caption] তিনি ২৯ অক্টোবর, ২০০২ সালে স্পেন দলের হয়ে প্রথম মাঠে নামেন এবং এই পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫৫টি গোল করেন। ১৯৯৬ সালে মাত্র ১২ বছর বয়সে বার্সালোনার সঙ্গে যুক্ত হন। এই ক্লাবের হয়ে ৬৩৯ ম্যাচ খেলেন, যেটি বার্সালোনার ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে। গত আগস্ট মাসে ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার বার্সালোনা ক্লাব ছেড়ে গেলে দল অনেক বড় একটা ঘাটতির মুখে সম্মুখীন হয়েছিল। এখন বার্সালোনা নিজের ছন্দে ফিরে এলেও নেইমার যাওয়ার পরে পরপর কয়েকটি ম্যাচে জয়ের স্বাদ পায়নি। গতকাল ইনিয়েস্তা আজীবন চুক্তি করায় কোচসহ দলের অন্য কর্মকর্তারা স্বস্তি বোধ করছেন। তারা আশা করছেন, চলতি মৌসুমে লিওনেল মেসিও চুক্তিতে স্বাক্ষর করবেন। ইনিয়েস্তাই একমাত্র খেলোয়াড় যিনি ক্লাবের জন্য ৩০টি ট্রফি অর্জনে মেসির সঙ্গে সমান ভূমিকা পালন করেন। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের নেতৃত্বে গত মৌসুমে বার্সালোনা ৩০তম কোপা ডে রে ট্রফি নিজের ঝুড়িতে আনতে সক্ষম হয়।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App