×

জাতীয়

বেনাপোলে ৮ স্বর্ণবারসহ ২ জন আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে ৮টি সোনার বারসহ দুইজন সোনা পাচারকারীকে আটক করেছে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। বৃহস্পতিবার (০৫ অক্টোবর ) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কালিনগর গ্রামের সুজন মিয়া (২৫) ও মাদারীপুরের শিবচর সদরের আব্দুর রহিম মোল্লার ছেলে জনি মোল্লা(২৫)। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২ জন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে চেকপোস্টের নোম্যান্সল্যান্ড দিয়ে ভারতে যাবে। এই তথ্যের ভিত্তিতে সদস্যদের নিয়ে আগে থেকে নোম্যান্সল্যান্ডে অবস্থান নেয়। এরপর ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে প্রবেশকালে চেকপোস্ট নোম্যান্সল্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। এর পর তাদের দেহ তল্লাশি করে ২ জনের কাছ থেকে ৪টি করে ৮টি সোনার বার পাওয়া যায়। বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন জানান, সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App