×

জাতীয়

কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ১১:২৮ এএম

কাগজ অনলাইন ডেস্ক : কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডলের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিএনপি ও বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে থেকে শ্রদ্ধা জানান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, দলের চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান প্রমুখ। বাম নেতাদের মধ্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রমুখ শ্রদ্ধা জানান। সোমবার সকাল ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জসিম উদ্দিন মণ্ডল। ৯৫ বছর বয়সী জসিম মণ্ডল বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ২৮ সেপ্টেম্বর পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। এরপর থেকেই হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৪ অক্টোবর সকাল ৯টায় ঈশ্বরদী ঈদগাহ ময়দানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মণ্ডলের জন্ম ১৯২২ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসে তার পরিবার। সেখানে রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। একাত্তরে ভারতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখেন জসিম মণ্ডল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App