×

অর্থনীতি

এসএমই ব্যাংকিংয়ে এশিয়ামানির সেরা ব্র্যাক ব্যাংক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৭, ০৭:৫৯ এএম

কাগজ অনলাইন ডেস্ক : বিশ্বখ্যাত এশিয়ামানি ম্যাগাজিনের চোখে এসএমই ব্যাংকিংয়ে সেরা ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। তাদের দেয়া ‘বেস্ট ব্যাংক ফর এসএমই’ পুরস্কার পেয়েছে এই ব্যাংক। হংকং-ভিত্তিক এই মিডিয়া প্রতিষ্ঠান সম্মানজনক পুরস্কারটি এমন একটি ব্যাংককে দিয়েছে, যা বাংলাদেশে এসএমই অর্থায়নের প্রবর্তন করে। ব্র্যাক ব্যাংক এখন দেশে জামানতবিহীন এসএমই ঋণ প্রদানের ক্ষেত্রে শীর্ষস্থানে আছে। এসএমই ইউনিট অফিস নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যাক ব্যাংক সারা দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে এসএমই ঋণ পৌঁছে দিয়েছে। এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে পরিচিতি লাভ করেছে ব্র্যাক ব্যাংক। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার বেইজিংয়ের রিজ-কার্ল্টন হোটেলে ‘এশিয়ামানি কান্ট্রি অ্যাওয়ার্ড ২০১৭’ অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও চৌধুরী আখতার আসিফ এবং এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে সেরা এসএমই ব্যাংক পুরস্কারটি গ্রহণ করেন। পুরস্কারের বিবৃতিতে এশিয়ামানি উল্লেখ করে, ‘ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক এসএমই-এর উপর গুরুত্ব বাড়িয়েছে, এর ফলে ২০১৬ সালের শেষে ব্যাংকটির মোট ঋণের ৩৯% দেয়া হয়েছে ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে, যা বছরের শুরুতে ছিল ৩৪%।’ ব্র্যাক ব্যাংক বাংলাদেশে মধ্য মেয়াদে সেরা ঋণপ্রদানকারী প্রতিষ্ঠান হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং নেতৃস্থানীয় এসএমই অর্থায়নকারী হিসেবে তার অবস্থানকে আরও সুসংহত করার বিষয়ে বিশেষভাবে সচেষ্ট। এই আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির পর, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, ‘ব্যাংকের অনন্য এসএমই নেটওয়ার্ক, ব্যবসায় ভিত্তিক প্রোডাক্ট এবং কর্মীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা আজকের এই পুরস্কার লাভ করেছি। ৪৪৮ এসএমই ইউনিট অফিস, পরিশ্রমী কাস্টমার রিলেশন্স অফিসার ও রিলেশন্সিপ ম্যানেজার এর মাধ্যমে, ব্র্যাক ব্যাংক গ্রামীণ ও মফস্বল শহরে এসএমই উদ্যোক্তাদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়।’ তিনি আরও বলেন, ‘এই পুরস্কার সত্যিই এসএমই অর্থায়নকে নতুন উচ্চতায় নিতে ব্যাংককে অনুপ্রাণিত করবে। ব্র্যাক ব্যাংক দেশের সেরা ব্যাংক হওয়ার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App