×

পুরনো খবর

ছবিতে রোহিঙ্গা সংকট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৩৬ পিএম

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার শিকার লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়ার ফলে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে- বলছে জাতিসংঘ। চলমান রোহিঙ্গা সংকটের কিছু ছবি এখানে তুলে ধরা হলো।
[caption id="attachment_369" align="aligncenter" width="660"] রোহিঙ্গা মুসলিমদের একটি গ্রামে আগুন জ্বলছে[/caption]   [caption id="attachment_370" align="aligncenter" width="660"] নাফ নদী পার হয়ে টেকনাফের লম্বা বিল দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা।[/caption]   [caption id="attachment_371" align="aligncenter" width="660"] গত ২৫শে অগাষ্ট হতে এ পর্যন্ত প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে।[/caption]   [caption id="attachment_372" align="aligncenter" width="660"] গাওদু থার ইয়া গ্রামে আগুন[/caption]   [caption id="attachment_373" align="aligncenter" width="660"] রাখাইন রাজ্যে আগুনে পোড়া একটি গ্রাম।[/caption]   [caption id="attachment_374" align="aligncenter" width="660"] বান্দরবান, টেকনাফ কক্সবাজারসহ কয়েকটি এলাকায় রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে অনেকে আশ্রয় নিয়েছে। তাদের জন্য বিশাল এলাকাজুড়ে আশ্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।[/caption]   [caption id="attachment_375" align="aligncenter" width="660"] রাখাইনে স্বামী-স্বজন হারিয়ে অনেক নারী বাংলাদেশে প্রবেশ করেছেন।[/caption]   [caption id="attachment_376" align="aligncenter" width="660"] মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পঙ্গু হয়ে গেছেন অনেক রোহিঙ্গা। বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটি হাসপাতালে চিকিৎসা চলছে আহত রোহিঙ্গাদের।[/caption]   [caption id="attachment_377" align="aligncenter" width="660"] ট্রলার দিয়ে নাফ নদী পার হয়ে দলে দলে ঢুকছে রোহিঙ্গারা।[/caption]   [caption id="attachment_378" align="aligncenter" width="660"] রাখাইনের গ্রামগুলো যে জ্বলছে তা বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত থেকে স্পষ্ট দেখা গেছে। দুই দেশের সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছে রোহিঙ্গা মুসলিমরা। ৪ঠা সেপ্টেম্বর, উখিয়া এলাকার ছবি।[/caption]   [caption id="attachment_379" align="aligncenter" width="660"] বাংলাদেশের নিরাপদ আশ্রয়ে পৌঁছে রোহিঙ্গা নারীর কান্না।[/caption]   [caption id="attachment_380" align="aligncenter" width="660"] বাংলাদেশে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা শিশু। ইউনিসেফ বলছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ৬০ শতাংশ শিশু। দুই লাখেরও বেশি শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।[/caption]   [caption id="attachment_381" align="aligncenter" width="660"] পরিবারের প্রবীণ সদস্যকে এভাবে কোলে করে সীমান্ত পার হয়েছে রোহিঙ্গারা।[/caption]   [caption id="attachment_383" align="aligncenter" width="660"] মিয়ানমারের রাখাইনের সহিংসতা থেকে পালিয়ে কাঞ্চন সীমান্ত পার হয়ে বাংলাদেশের টেকনাফে প্রবেশ করছে রোহিঙ্গারা, ৫ই সেপ্টেম্বরের ছবি এটি।[/caption]   [caption id="attachment_384" align="aligncenter" width="660"] বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থানীয়রা যে যার মতো করে সাহায্য করার চেষ্টা করছে। মিয়ানমার সীমান্ত পার হয়ে টেকনাফে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা মুসলিম অন্য শরণার্থীদের জন্য রান্না করছেন।[/caption]        

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App